
হোসাইন আলী, ময়মনসিংহ:
“মাদক একেবারেই নয়, খেলায় মিলবে জয়” এই শ্লোগানকে ধারণ করে ময়মনসিংহের সদর উপজেলায় হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের আয়োজনে উপজেলার চরনিলোক্ষিয়া ভাটিপাড়া মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। উদ্বোধনী খেলায় ৬টি দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা রহমত উল্লাহ রানা। প্রধান অতিথি তার বক্তব্যে তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে উদ্ভুদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করা এবং শান্তিপূর্ণ সমাজ, দেশ ও বিশ্ব গড়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
বাচ্চু মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সহ এলাকার গুণীমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন এরশাদুল হক মানিক সরকার।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিবৃন্দ ফিতা কেটে হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করেন। টুর্নামেন্টে সর্বমোট ২০টি দল অংশগ্রহণ করবে।