Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / যে লড়াইয়ে বিপিএলের প্লে–অফে চোখ থাকবে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যে লড়াইয়ে বিপিএলের প্লে–অফে চোখ থাকবে

February 25, 2024 01:13:03 PM   ক্রীড়া প্রতিবেদক
যে লড়াইয়ে বিপিএলের প্লে–অফে চোখ থাকবে

যে লড়াইয়ে বিপিএলের প্লে–অফে চোখ থাকবে 

রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স—এবারের বিপিএলে প্লে–অফের চার দলের মধ্যে কাউকেই সেই অর্থে চমক বলা যাবে না। কাগজে–কলমে বিপিএলের সেরা দল খুঁজতে গেলে এ চার দলের নামই ওপরের দিকে আসবে। অনেকের হিসাবে হয়তো খুলনা টাইগার্স বা সিলেট স্ট্রাইকার্সও ছিল। তবে শেষ পর্যন্ত সম্ভাব্য সেরা চার দলই প্লে–অফে জায়গা করে নিয়েছে। লড়াইটা এবার ফাইনালে জায়গা করে নেওয়ার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল এলিমিনেটর ম্যাচ খেলবে চট্টগ্রাম ও বরিশাল, এ ম্যাচে যে দল হারবে, তাদের বিপিএল যাত্রা শেষ। রাতে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে রংপুর ও কুমিল্লা। দুই দলের লড়াইয়ে জয়ীরা পাবে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট। হেরে যাওয়া দল এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে ২৮ ফেব্রুয়ারি।