
লাবলু মিয়া, ফরিদপুর:
ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাতটায় শহরের অম্বিকা ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রথমে জাতীয় সংগীত ও সকল শহীদের প্রতি ১ মিনিট নিরবতা ও দোয়া করা হয়। পরে একে একে সরকারি বেসরকারি ও দলীয় সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান।
এ সময় ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, জেলা পুলিশ সুপার মো. শাহজাহান(বিপিএম), জেলা পরিষদ, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ সভাপতি মো. শামিম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও সামাজিক, সাংস্কৃতিক গঠনের সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেন।
দিনটি উপলক্ষে জেলায় আলোচনা সভা, মিলাদ মাহফিল, রচনা প্রতিযোগিতা ও ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করা হবে।