Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / যানবাহন থেকে চাঁদাবাজিকালে ভুয়া পুলিশ গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যানবাহন থেকে চাঁদাবাজিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

March 03, 2023 11:18:19 PM   দেশজুড়ে ডেস্ক
যানবাহন থেকে চাঁদাবাজিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

গাজীপুর সংবাদদাতা:
গাড়ি থামিয়ে চাঁদাবাজিকালে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর কাশেমপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে কাশিমপুর থানাধীন লস্করচালা তিনরাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ভুয়া পুলিশ কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার বড়চারা গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(২৭)। 

এসময় তার কাছ থেকে ইংরেজীতে POLICE লেখা একটি রিফ্লেকটিং ভেস্ট, একসেট পুলিশের ইউনিফর্ম যার শার্টের বাম হাতে PBI এর Logo দেয়া, ০১ টি নেভি ব্লু কালারের পুলিশের প্যান্ট, একজোড়া অক্সফোর্ড সু, একটি কালো রঙের পুলিশের কাপড়ের বেল্ট, ০১টি মোবাইল ফোন OPPO A53 মোবাইল ফোন, একটি HERO IGNITOR মডেলের ১২৫ সিসি মোটরসাইকেল, যার সামনে ইংরেজীতে POLICE লেখা স্টিকার আছে, বিভিন্ন মূল্যমানের নগদ ২,১২০/টাকা, ০১টি বাংলাদেশ পুলিশের নেভি ব্লু রঙের হ্যাভারস্যাক ব্যাগ,০১টি প্লাস্টিকের খেলনা পিস্তল, ০১টি নেভি ব্লু রঙের পুলিশের শার্ট,বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য সাপ্লাইকৃত একজোড়া নীল কালারের কেডস উদ্ধার করে পুলিশ। 

কাশিমপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম পুলিশ পরিচয়ে কাশেমপুর থানা এলাকায় তল্লাশির নামে রাস্তায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করে আসছিল। গত বৃহস্পতিবার থানা এলাকায় চাঁদাবাজিকালে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। সে কাশেমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে দু’মাস যাবত এ চাঁদাবাজি কর্মকান্ড চালিয়ে আসছিল। পুলিশ আরো জানায়, তার বিরুদ্ধে ১৭০/১৭১/৩৮৫/৩৮৬ ধারায় পেনাল কোড রুজু করা হয়েছে।