Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / যুবদল নেতার মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যুবদল নেতার মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ

March 28, 2025 09:17:55 PM   অনলাইন ডেস্ক
যুবদল নেতার মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির মাসব্যাপী বিনামূল্যে পানিসহ ইফতার সামগ্রী বিতরণ উদ্যোগ জেলার সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, তিনি নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকআপ ভ্যানে করে পথচারী, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করছেন।

রমজান মাসের শুরু থেকে আজ পর্যন্ত তিনি পৌরসভার নয়টি ওয়ার্ডে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ আল মামুন খান রনি জানান, ‘শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং শ্রমজীবী, পথচারী ও নিম্ন আয়ের মানুষ যেন ভালোভাবে ইফতার করতে পারেন, সেই চিন্তা থেকেই আমি ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছি। আমি সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রমজানের শেষ দিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করছি।’

বিনামূল্যে বিশুদ্ধ পানি ও ইফতার সামগ্রী পেয়ে অনেকের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিদিন শতাধিক শ্রমিক, রিকশাচালক, ভ্যানচালক, ট্রাকচালক ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। ইফতার হাতে পেয়ে কেউ কেউ আয়োজকের জন্য দোয়া করেছেন।

ভ্যানচালক খলিল বলেন, ‘রোজা রেখে সারাদিন ভ্যান চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম। চলতি পথে ইফতার বিতরণ করতে দেখে আমি এক প্যাকেট নিয়ে এলাম। অনেকদিন পর ভালো ইফতার খেতে পারব আজ।’

জেলা বিএনপি নেতা ইসলাম উদ্দিন খান চঞ্চল বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রতিদিন রোজাদারের পাশে থেকে ইফতার সামগ্রী বিতরণ করে আব্দুল্লাহ আল মামুন খান রনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এক মাস ধরে নিজ উদ্যোগে ইফতার বিতরণ করা সত্যিই ব্যতিক্রমী আয়োজন।’

এই মহতী উদ্যোগের জন্য শহরজুড়ে প্রশংসিত হচ্ছেন যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি।