Date: May 29, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / যশোরের বেনাপোলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরুভূমির উট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যশোরের বেনাপোলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরুভূমির উট

May 27, 2025 09:02:40 PM   অনলাইন ডেস্ক
যশোরের বেনাপোলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরুভূমির উট

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পুটখালি গ্রামে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে দেশের বিরল এক খামার—মরুভূমির জাহাজ খ্যাত উটের খামার। ফিরোজ আল-মামুন নামে পরিচিত এ খামারে বর্তমানে সাতটি উট লালন-পালন করা হচ্ছে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সাতটি উটের মধ্যে পাঁচটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন খামার মালিক নাসির উদ্দিন। প্রতিটি উটের দাম ধরা হয়েছে ৩০ লাখ টাকা, এর মধ্যে একটি উট ২৪ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

খামারের পরিচর্যাকারী আতিয়ার জানান, এক বছর আগে সৌদি আরব থেকে সাতটি উট আমদানি করেন খামার মালিক নাসির উদ্দিন। আগে থেকেই তার একটি বাণিজ্যিক গরুর খামার রয়েছে, যেখানে বর্তমানে প্রায় ৮০০ কোরবানির গরু প্রস্তুত রাখা হয়েছে। ঈদকে সামনে রেখে উটগুলোর প্রতি রাখা হচ্ছে বিশেষ যত্ন- প্রতিদিন তিনবার গোসল করানো হচ্ছে এবং খাদ্য হিসাবে দেওয়া হচ্ছে ভুট্টা, ঘাস, ছোলা ও লতা-পাতা। দৈনিক সাতটি উটের খাদ্য বাবদ ব্যয় হচ্ছে প্রায় সাত হাজার টাকা।

খামার মালিক নাসির উদ্দিন বলেন, “শখের বসেই উটগুলো আমদানি করেছিলাম। এখন প্রতিটির উচ্চতা ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত। কোরবানির জন্য উটগুলো সম্পূর্ণ প্রস্তুত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী ক্রেতারা আসছেন উট দেখতে ও কিনতে।”

তিনি আমদানি ব্যয়ের পরিমাণ জানাতে না চাইলেও জানান, উটগুলোকে দীর্ঘ এক বছর ধরে পরম যত্নে লালন-পালন করা হচ্ছে।

স্থানীয়রা জানান, গত এক বছর ধরে পুটখালি ও আশপাশের এলাকায় উট দেখা ও ছবি তোলার জন্য মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করাও উট দেখতে ভিড় করছেন ফিরোজ আল-মামুন খামারে। এতে খামার এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা বলেন, “সাধারণত উটের চর্মরোগ ও জ্বর হয়ে থাকে, তবে তা চিকিৎসায় ভালো হয়ে যায়। এই খামারের সাতটি উটকে নিয়মিত কৃমিনাশক ও ইনজেকশন দেওয়া হচ্ছে। খামারের দুটি উট গাভীন হয়েছে, তাদেরও আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে খামারে উটের বাচ্চা জন্ম নিতে পারে।”