Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / যাত্রাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ আটক ৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যাত্রাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ আটক ৫

September 15, 2022 03:28:13 AM  
যাত্রাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ আটক ৫

নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ০৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ০২টি পিকআপ জব্দ করা হয়। আটককৃত গাজার দাম আনুমানিক দশ লক্ষ আশি হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১০ জানায়, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-  মোঃ সোহেল রানা (২৫) ও ২। মোঃ আল-আমিন (২৮)। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি সিঙ্গেল কেবিন পিকআপ, ০২টি মোবাইল ফোন ও চার হাজার সাতশত টাকা উদ্ধার করা হয়।

অপরদিকে একইদিন উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ওলিদ (৩৩), মোঃ কাজল সরকার (৪৫) ও মোঃ রাশেদ (২৪)। আটককৃতরা গাজার মুল্য আনুমানিক চার লক্ষ আশি হাজার টাকা। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি সিঙ্গেল কেবিন পিকআপ ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পেশাদার মাদকব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ পিকআপযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে বলে র‍্যাব-১০ নিশ্চিত করেছে।