Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / যুবককে হত্যার দুই বছর পর কঙ্কাল উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যুবককে হত্যার দুই বছর পর কঙ্কাল উদ্ধার

October 25, 2022 07:23:34 AM  
যুবককে হত্যার দুই বছর পর কঙ্কাল উদ্ধার

গাজীপুর সংবাদদাতা:
মাদকব্যবসার টাকা ভাগাভাগি ও বড় ভাইকে হত্যা মামলা তুলে না নেয়ায় মিনারুল ইসলাম নামে এক যুবককে হত্যার পর মাটিতে পুতে রাখার প্রায় দুই বছর পর কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে গাজীপুর মহানগরের নান্দুন কড্ডা এলাকা থেকে থেকে নিহতে কঙ্কাল উদ্ধার করে পুলিশে। একটি মাদক মামলার তদন্ত করতে গিয়ে গ্রেফতার আসামীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বাকারুক্তিমুলক জবানবন্ধী ও তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে কঙ্কাল উদ্ধার করে।

পুলিশ জানায়, গত ২২ অক্টোবর  অভিযান চালিয়ে জিএমপি পুলিশ ২৭শ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করে। পরে ০৯ টি মাদক মামলার আসামি মোঃ আলমকে মাদক ব্যবসায়ীদের বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে  হত্যাকান্ডের বিষয়ে স্বীকারুক্তি মুলক জবানবন্ধী দেয় সে। তার দেয়া তথ্যমতে সোমবার বিকেলে নগরীর নান্দন কড্ডা এলাকা থেকে মাটি খুঁড়ে নিখোঁজ ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ওই ব্যক্তি, জামালপুরের বকশিগঞ্জ থানার পলাশতলা গ্রামের নুরু বক্তার ছেলে মিনারুল ইসলাম।

পুলিশি জিজ্ঞাসাবাদে আলম জানায়, ২০২০ সালের ৩০ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে নান্দন কড্ডা মোল্লাবাড়ির জনৈক হালিমের বাড়ির ভাড়া করা রুমে মাদক ব্যবসার টাকার ভাগ-বাঁটোয়ারা ও এর পূর্বের মিনারুলের বড়ভাইকে হত্যা মামলা তুলে নিতে চাপ দিলে মিনারুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলমসহ ৪/৫ জন লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে মিনারুলকে হত্যা করে এবং মরদেহ মাটি চাপা দেয়। এ ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন মিনারুল।মিনারুল নিখোঁজের ১০ দিন পর (৯ জানুয়ারি ২০২১) তার স্ত্রী মৌসুমী আক্তার জিএমপি কোনাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং র‍্যাবের নিকট একটি অভিযোগ দেন। গত শনিবার ইয়াবাসহ আলমকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মিনারুলকে হত্যার পর মাটি চাপা দেওয়ার কথা স্বীকার করেন। সোমবার বিকেলে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ এর নেতৃত্বে বাসন থানার এসআই দীপঙ্করসহ পুলিশের একটি দল আসামি আলমের দেখানো স্থান থেকে মিনারুলের দেহাবশেষ উদ্ধার করে।

জিএমপি উপ-কমিশনার আবু তুরাব মো. শামসুর রহমান বলেন, নিখোঁজ মিনারুলও মাদক ব্যবসায়ী ছিলেন। হত্যাকান্ডের সাথে আরও ৫/৬ জন জড়িত থাকতে পারে। এ ঘটনায় আরও তদন্ত চলছে। হত্যা মামলাসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।