
রংপুর প্রতিনিধি:
রংপুরে হেযবুত তওহীদের আয়োজনে 'ধর্মের অপব্যবহার নারী প্রগতির অন্তরায়' শীর্ষক এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে নগরীর ১৪নং ওয়াস্থ টার্মিনাল বড়বাড়ি মাস্টার পাড়ায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার মূখ্য আলোচক হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় নারী নেত্রী উম্মে হানী ইসলামের সঞ্চালনায় রংপুর টার্মিনাল এলাকার প্রায় তিন শতাধিক নারীদের নিয়ে ধর্মের প্রকৃত শিক্ষায় নারীদের দায়িত্ব ও কর্তব্যের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উন্মতিজান মাখদুমা পন্নী।
মূখ্য আলোচক তার বক্তব্যে নারীদের উদ্দেশ্যে আরও বলেন, আজ আমরা জাতিগতভাবে এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে যে জাতি ও দেশকে নিরাপদ রাখতে নারী-পুরুষসহ আমাদের সকলকে সকল প্রকার সন্ত্রাস-জঙ্গিবাদ-ধর্মব্যবসা-অপরাজনীতি, হুজুগ-গুজব এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য।
'আমরা হেযবুত তওহীদ বলতে চাই- এই সংকট থেকে জাতিকে উদ্ধার করা শুধু পুরুষের একার কাজ নয়। জাতির অর্ধেক অংশ নারীকেও এই সংকট মোকাবেলায় যে যার অবস্থান থেকে শালীনতার সাথে বেরিয়ে আসতে হবে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে। উগ্রবাদ, ধর্মব্যবসা, ধর্মান্ধতা, হুজুগ ও গুজবের বিরুদ্ধে নারীদের নির্বিকার থাকার কোনো সুযোগ নেই। কারণ সমাজে অন্যায় বেড়ে গেলে সবার আগে এবং সবচাইতে বেশি ভোগান্তির শিকার হতে হয় নারীদের। তাই নারীদের উচিত ধর্মীয় কুসংস্কারবাদী ফতোয়াজালে আবদ্ধ হয়ে না থেকে সমাজের যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা রাখা। ধর্মের প্রকৃত শিক্ষায় সেই ভূমিকা রাখার আহবানে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করার কাজটিই বিগত যাচ্ছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ।'
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজের সর্বাঙ্গনে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নারীদের অধিকার ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন সংগঠনের রংপুর বিভাগীয় আমির মসিউর রহমান।
এসমযয় আরও উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের টার্মিনাল ও সদর এলাকার সভাপতি আবু সাঈদ তুমকিনুর, টার্মিনাল শাখার সভাপতি আনোয়ার হোসেন, সংগঠনের রংপুর জেলা নারী নেত্রী আফসানা রহমান, মহানগর নারী নেত্রী বেবি আক্তার, হালিমা খানম, রুকাইয়া আক্তার, নাদিরা খাতুন, মুন্নি আক্তার, রোকসানা পারভীনসহ সংগঠনের জেলা ও মহানগরের অন্যান্য নারী নেত্রীবৃন্দ।