Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রংপুরে ভাড়াটিয়া থেকে দোকান ফেরত পেতে মালিকের সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রংপুরে ভাড়াটিয়া থেকে দোকান ফেরত পেতে মালিকের সংবাদ সম্মেলন

August 22, 2022 09:11:41 AM  
রংপুরে ভাড়াটিয়া থেকে দোকান ফেরত পেতে মালিকের সংবাদ সম্মেলন

রংপুর প্রতিনিধি:
রংপুরে দোকান ভাড়া নিয়ে পরবর্তিতে ভুয়া কাগজপত্র করে নিজের দোকান বলে দাবী ভাড়াটিয়ার। সেই জবরদখলকারী ভাড়াটিয়ার কাছ থেকে দোকান ফেরত পেতে প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন দোকানের মালিক ও ভুক্তভোগী পরিবার।

রোববার(২১ আগস্ট) সন্ধায় নগরীর জাহাজ কোম্পানী মোড়স্থ একটি ব্যবসা প্রতিষ্ঠান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের সদস্য তানিয়া আক্তার পলি লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে ভুক্তভোগি জানান, ২০০৮ সালে নগরীর বেতপট্টিস্থ পরিবারের মালিকানাধীন একটি দোকান বিউটি হার্ডওয়ারের স্বত্ত্বাধিকারী জুলফিকার আজিজ খান ভুট্টু ভাড়া নেন।

সম্প্রতি ওই ব্যবসায়ী প্রভাব খাটিয়ে ভূয়া কাগজপত্র বানিয়ে দোকানঘরটি নিজ নামে করে নেন এবং মালিকপক্ষকে ভাড়া প্রদান বন্ধ করে দেন। গত ১৮ আগস্ট দোকান ছেড়ে দেয়ার জন্য নোটিশ দিতে গেলে ব্যবসায়ী ভুট্টু নাটক সাজিয়ে উল্টো পরিবারের সদস্যদের নামে চাঁদাবাজি, লুটপাট ও ভাংচুরের মিথ্যে মামলা দেয়া হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ প্রকৃত মালিকের কাছে দোকানঘর হস্তান্তরের দাবী জানিয়েছেন জাহাজ কোম্পানী ও জিএলরায় রোডের ব্যবসায়ীরা। সেই সাথে দাবী মানা না হলে আগামী ২৩ আগস্টের পর কঠোর আন্দোলন কর্মসূচী দেয়ার হুমকি দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিএল রায় রোড দোকান মালিক সমিতির সহ-সভাপতি আবেদ হোসেন হাজি, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মনু, ধর্ম সম্পাদক আব্দুল মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।