
রংপুর সংবাদদাতা:
রংপুরে শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রিহ্যাব সেন্টার এসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রোগ্রাম অফিসার আরবাব হোসেন রিয়েল লিখিত বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদক প্রতিরোধে শুন্য সহিষ্ণুতানীতির সাথে একাত্ব হয়েকাজ করছে “রিহ্যাব সেন্টার এসোসিয়েশন” রংপুর।
১৯৯০ দশকের শুরু হওয়া মাদক সমস্যাটি বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। মাদক নির্ভরশীলদের চিকিৎসা ও পুনর্বাসন একটি জটিল প্রক্রিয়া, কারণ নির্ভরশীলতার কারণে একজন ব্যক্তির শারীরিক, মানষিক ও আচরণিক পরিবর্তন হয়ে থাকে। যা কখনও কখনও এককভাবে চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব হয় না।
মাদক নির্ভরশীলদের চিকিৎসা শুধু মনোরোগের বিষয় নয়। মাদক নির্ভরশীলদের চিকিৎসা হয় সম্মিলিত প্রচেষ্ঠায়। তারই একটি অংশ হিসেবে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসাসেবার মান উন্নয়ণের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শতুলে ধরে এই সেবায় অবদান রাখছেন জাতির বিবেকখ্যাত সম্মানিত সাংবাদিকবৃন্দ। কিন্তু অত্যন্তদুঃখের সহিত জানাচ্ছি যে, অতি সম্প্রতি নিউজ ২৪ এ আমার প্রতিষ্ঠান শাস্তি মাদাকাসক্তি নিরাময় কেন্দ্রকে নিয়ে একটি বিভ্রান্তিমূলক ও সুনাম বিনষ্ট হওয়া ভূল সংবাদ পরিবেশিত হয়েছে।
উল্লেখ্য দীর্ঘদিন থেকে সরকারি প্রচেষ্টায় রংপুরে কোন নিরাময় কেন্দ্র পরিচালিত নাহওয়ায় রিহ্যাব সেন্টার এসোসিয়েশন এর সদস্যবৃন্দ সারা শহরে ১টি বেসরকারি নিরাময়কেন্দ্র নিজ নিজ প্রচেষ্টায় পরিচালনা করে আসছেন। বলতে দ্বিধা নেই আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। নিশ্চয়ই কিছু ত্রুটি বিচ্যুতিও আছে। কিন্তু এমন কোন ত্রুটি বিচ্যুতি নেই যা নিয়ে সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশিত হতে পারে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান, সমাজের ঝড়ে পড়া অংশনিয়ে কাজ করতে গিয়ে আমাদের কোন ত্রুটি বিচ্যুতি আপনাদের দৃষ্টিগোচর হলে আমাদেরকে প্রমাণের ভিত্তিতে ত্রুটি সংশোধনের সুযোগ করে দেবেন। অন্যথায় নিউজ ২৪ এর মত সত্যতা যাচাই না করেকোন ভুল সংবাদ পুনঃরায় প্রচারিত হলে আমরা রংপুর শহরে ঝড়ে পড়া অংশনিয়ে কাজ করার এইক্ষুদ্র প্রয়াসটুকু হয়তো থামিয়ে দিতে বাধ হবো।
এসময় উপস্থিত ছিলেন রিহ্যাব সেন্টার এসোসিয়েশন রংপুর এর অন্যতম সদস্য তাইয়োবুর রউফ, রাশেদূলইসলাম রাশেদ, রিংকু ছারোয়ার, আসাদুজ্জামান, জাহাঙ্গীর আলম লিমন, মনোয়ারুল কাদিরমাসুম প্রমুখ।