Date: May 29, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / রাঙ্গাবালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাঙ্গাবালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

May 27, 2025 09:05:55 PM   অনলাইন ডেস্ক
রাঙ্গাবালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

পটুয়াখালীর রাঙ্গাবালীতে কওমি মাদ্রাসায় পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল প্যাদা (৩২) নামের এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল ২৬মে সোমবার বিকেলে ওই কিশোরী নিজে বাদী হয়ে আবুল প্যাদার নামে একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন যাবৎ প্রতিবেশী আবুল প্যাদা ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই কিশোরী নিজ বতসঘরের পেছনের টয়লেটে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এসময় আবুল প্যাদা সেখানে পৌছে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। তাৎক্ষনিক কিশোরীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আবুল প্যাদাকে হাতেনাতে ধরে ফেলে।

রাঙ্গাবালী থানার ওসি এমারৎ হোসেন জানান, ওই কিশোরী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করেছেন। আসামীকে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।