
নিজস্ব প্রতিবেদক:
র্যাব-১০ এর অভিযানে রাজধানীর কোতয়ালী এলাকা হতে অবৈধ বিদেশী ঔষধ ও ট্যাপেন্ডাটলসহ ০২ জনকে গ্রেফতার করা হয়েছে। ২ মে ২০২৩ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর কোতয়ালী থানাধীন সিমসন রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে এক হাজার তিনশত বিরানব্বই পিস বিভিন্ন প্রকারের অবৈধ বিদেশী ঔষধ ও ৪১০ (্চারশত দশ) পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ ঔষধ কালোবাজারী চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম- মোঃ সোহাগ পলাশ (৪৩) ও মোঃ মনোয়ার জাহান (৩৫)। এসময় তাদের নিকট থেকে ০৪টি মোবাইল ফোন ও নগদ দুই লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশী কোম্পানির ঔষধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে কোতয়ালীসহ ঢাকা শহরের বিভিন্ন ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।