
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে র্যাব-১০ এর অভিযানে ২৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৬৪ হাজার টাকা।
র্যাব সূত্রে জানা যায়, গতকাল (৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। সন্দেহজনক একটি পিকআপ তল্লাশির সময় চালক ও তার সহযোগী প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে যে তাদের কাছে মাদক রয়েছে। তল্লাশিতে পিকআপে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরপুর জেলার গাংনী থানার পশ্চিম মালশাহদ এলাকার মো. জিহাদ আলী (২৪) এবং মাবুদ আহমেদ (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা ও আদালতে সোপর্দ করা হয়েছে।