
গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
আগামী ১৭ই সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন যুবদল ও অঙ্গদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের এর আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আর ইসলাম রিপন, পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হারুনুর রশিদ, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মন্টু, সিনিয়র সহ-সভাপতি জুয়েল, বিএনপি নেতা রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাশেষে অতিথি বৃন্দ অসুস্থ বিএনপি নেতা কাচ্চু মন্ডলের শারীরিক খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা করেন।