
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলা চত্বরের অভ্যন্তরে উপজেলা শিশুপার্কের উদ্বোধন করা হয়েছে। পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা পার্কটি আধুনিকীকরণ কাজ শেষ করে বৃহস্পতিবার বেলা ১১টায় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের মাধ্যমে উন্মুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এই পার্কটির উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,উপজেলাসহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান ও জন স্বাস্থ্য কর্মকর্তা ইকরামুল বারীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ঠরা জানান, উপজেলা চত্বরের অভ্যন্তরে বরেন্দ্র গেইট সংলগ্ন উপজেলা শিশু পার্কটি বহ বছর ধরে পরিত্যাক্ত অবস্থায় পরেছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন উদ্যোগ নিয়ে শিশুবান্ধব পরিবেশে গড়ে তুলতে সংস্কারের মাধ্যমে আধুনিকীকরণ করেন। পার্কে দোলনা-ঢেঁকিসহ বেশ কিছু খেলনা স্থাপন করা হয়েছে।