Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে ওয়েভ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে ওয়েভ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

August 28, 2023 08:25:32 PM   উপজেলা প্রতিনিধি
রাণীনগরে ওয়েভ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠির অন্তর্ভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাণীনগর প্রেসক্লাব হলরুমে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত।

ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সহকারি সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

এছাড়া অন্যদেও মধ্যে কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বাবু, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন উপস্থিত ছিলেন।

সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির আর্থ সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রাথমিক বক্তব্য রাখেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি প্রভাষক দেওয়ান মতিউর রহমান স্বপন। এছাড়া উন্মুক্ত আলোচনা সভায় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।