Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

March 21, 2023 08:55:32 PM   দেশজুড়ে ডেস্ক
রাণীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে প্রায় ২২শ‘কৃষকের মাঝে সার-বীজ বিতরনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনা মূল্যে আউশ ফসলের ধানের বীজ, পাট বীজ ও সার বিতরনের উদ্ধোধন করেন নওগাঁ-৬, (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

রাণীনগর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, সহকারী কমিশনার(ভূমি) হাফিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা হক ও সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌছ কানিজ প্রমূখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার ৮টি ইউনিয়নের ২১শ’ কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার এবং ২০ জন কৃষকের মাঝে পাট বীজ বিতরণের উদ্ধোধন করা হয়।