Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে জাতীয় শোক দিবসে গ্রামীণ ব্যাংকের গাছের চারা বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে জাতীয় শোক দিবসে গ্রামীণ ব্যাংকের গাছের চারা বিতরণ

August 16, 2023 02:13:36 PM   উপজেলা প্রতিনিধি
রাণীনগরে জাতীয় শোক দিবসে গ্রামীণ ব্যাংকের গাছের চারা বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এবং দেশব্যাপী বৃক্ষরোপন কর্মনূচীর অংশ হিসেবে নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাখায় সদস্যদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। গ্রামীণ ব্যাংক নওগাঁর এরিয়া ম্যানেজার মহিউদ্দীন জানান,রাণীনগর উপজেলার কাশিমপুর শাখার আওতায় সদস্যদের মাঝে ১৯হাজার ২৭৮টি গাছের চারা বিতরণ করা হয়েছে। এসময় শাখা ব্যবস্থাপক শরিফ উদ্দীন আব্দুল্লাহ আল সিদ্দিকীসহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। তিনি আরো জানান,নওগাঁর বোয়ালীয়া শাখায় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জেলার ১৪টি শাখার সদস্যদের মাঝে ১লক্ষ ৮৭হাজার ৬৩৩টি ফলজ,বনজ ও ওষুধী গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ যোনের যোনাল ম্যানেজার আবুল বাশার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যোনের অডিট অফিসার নারায়ন চন্দ্র মন্ডল,এরিয়া ম্যানেজার মহিউদ্দীন আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বোয়ালিয়া নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক মুজাহিদ শাহ।