Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগর থানাপুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগর থানাপুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার

July 07, 2023 08:57:19 PM   উপজেলা প্রতিনিধি
রাণীনগর থানাপুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার

রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় চারজন এবং বুপ্রেনরফিনসহ একজনকে গ্রেফতার করেছে। বৃহম্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পশ্চিবালুভরা গ্রামের মোজাম্মেল হকের ছেলে রায়হান সরদার(৩০)কে তার কালীবাড়ী বাজারে নিজ মুদি দোকান থেকে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ৫ পিস বুপ্রেনরফিন উদ্ধার করা হয়।

এছাড়া একই রাতে উপজেলার আতাইকুলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে সাইদুর সরদার (৩৪) ও ওসমান আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪৫), শিয়ালা গ্রামের কছের আলীর ছেলে আব্দুল মান্না (৪৫) ও তালিমপুর গ্রামের আলিম হোসেনের ছেলে সুমন হোসেন (২২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং আদালতের পরোয়ানা ছিল।