Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে পুকুরে পরেছিল ইউপি সদস্যের মরদেহ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে পুকুরে পরেছিল ইউপি সদস্যের মরদেহ

July 11, 2023 08:42:00 PM   উপজেলা প্রতিনিধি
রাণীনগরে পুকুরে পরেছিল ইউপি সদস্যের মরদেহ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার শিবের মাধাইমুড়ি গ্রামের একটি পুকুরে পরেছিল শফিকুল ইসলাম শফিক (৩৫) নামে এক ইউপি সদস্যের মরদেহ। শফিক ওই গ্রামের হুজুর আলীর ছেলে এবং সে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া খানম, রাণীনগর থানা পুলিশ সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

শফিুকলের বড় ভাই সাইদুর রহমান বলেন, শফিকুলের নিজস্ব পুকুরে মাছ ধরার জন্য বিদ্যুৎ চালিত মটর বসিয়ে পুকুর শুখাচ্ছিলেন। সোমবার সন্ধা সাড়ে ৬টা নাগাদ স্থানীয়রা পুকুরের পানিতে মটরের পাশে মরদেহ পরে থাকতে দেখে।

সাইদুর রহমান ধারনা করে বলেন, হয়তো পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্টে শফিকুলের মৃত্যু হয়েছে। এ ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া খানম, রাণীনগর থানার ইন্সপেক্ট্রর (তদন্ত) সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ইন্সপেক্ট্রর (তদন্ত) সেলিম রেজা বলেন, স্থানীয়রা বলেছেন ইউপি সদস্য শফিকুল বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। কিন্তু কখন কিভাবে মারা গেছে এটা কেউ দেখেনি বা বলতেও পারেনি। সুতরাং কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।