Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে বিএনপি ও যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে বিএনপি ও যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল

April 16, 2023 08:08:26 PM   দেশজুড়ে ডেস্ক
রাণীনগরে বিএনপি ও যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে বিএনপি ও যবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালীগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেনের উদ্যোগে শনিবার উপজেলার রাতোয়াল গ্রামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাণীনগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান আল ফারুক জেমস।

এছাড়া আত্রাই উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আব্দুল হাকিম,সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা যুবদলের আহবায়ক একরামুল হক রুঞ্জু,রাণীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম জেমস, ফরহাদ হোসেন, সদস্য আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুলসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি,যুবদল, সেচ্চাসেবক দল ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।