
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। এ লক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এদিবস উদযাপন করা হয়।
প্রথমেই রাণীনগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সহকারী কমিশনার (ভূমি) হাফিজার রজমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ভাস্কর চন্দ্র মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।