Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে মাদক সেবির ১১মাসের কারাদণ্ড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে মাদক সেবির ১১মাসের কারাদণ্ড

August 23, 2023 08:24:18 PM   উপজেলা প্রতিনিধি
রাণীনগরে মাদক সেবির ১১মাসের কারাদণ্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে নাহিদ পারভেজ (২৮) নামে এক মাদক সেবিকে ১১মাস ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এই কারাদন্ড প্রদান করেন।দন্ডিত নাহিদ উপজেলার চক কুতুব গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

আদালত সুত্র জানায়, দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে মাতলামিসহ পরিবারের উপর নানা অত্যাচার করে আসছিল নাহিদ। পরিবারের এমন অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে নাহিদকে আটক করা হয়।

এসময় আদালতে নিয়মিত মাদক সেবনের কথা সিকার করায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে তাকে ১১মাসের কারাদন্ড এবং একই সাথে তিন হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারা দন্ডে দন্ডিত করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভ্রাম্যমান আদালতে দন্ডিত নাহিদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।