Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে মাদকসহ দুইজন আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে মাদকসহ দুইজন আটক

July 06, 2023 08:41:55 PM   উপজেলা প্রতিনিধি
রাণীনগরে মাদকসহ দুইজন আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে। বুধবার ও বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক ও মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধা ৬টা নাগাদ উপজেলার সিম্বা স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সিম্বা গ্রামের জালাল উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম ওরফে সাইদুল ইসলাম (৪০) কে তিন গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এছাড়া বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ উপজেলার বরবড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ আশিক (২৬) নামে একজনকে আটক করা হয়। আটক আশিক বরবড়িয়া গ্রামের বেলাল শেখের ছেলে। এ ঘটনায় থানায় পৃথকভাবে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।