Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে হেরোইনসহ যুবক আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে হেরোইনসহ যুবক আটক

September 02, 2023 10:36:50 PM   উপজেলা প্রতিনিধি
রাণীনগরে হেরোইনসহ যুবক আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে হেরোইনসহ শাহিনুর রহমান (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধায় তাকে আটকের পর তার বিরুদ্ধে মামলা রুজুর করে শনিবার আদালতে সোর্পদ করা হয়েছে। আটক শাহিনুর উপজেলার উত্তর রাজাপুর গ্রামের ইজাব্বর সরদারের ছেলে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,শুক্রবার সন্ধায় উপজেলার শের এ বাংলা কলেজ এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় মোটরসাইকেল যোগে যাবার সময় পুলিশ শাহিনুরকে তল্লাশী করে মোটরসাইকেলের উইন শেডের ভিতর থেকে একগ্রাম হেরোইন উদ্ধার করে। এসময় মোটরসাইকেল জব্দসহ তাকে আটক করা হয়। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শনিবার আদালতে সোর্পদ করা হয়েছে।