Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে ২০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে ২০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার

April 15, 2023 04:10:36 AM   দেশজুড়ে ডেস্ক
রাণীনগরে ২০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে বাড়ীর ভিত খননের সময় মাটির নিচ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ রাখার একটি কথিত কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টা নাগাদ উপজেলার ভান্ডারগ্রাম রামজীবনপুর গ্রাম থেকে এই পাঠাতন উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উপজেলার ভাণ্ডার গ্রাম রামজীবনপুর গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে শাহিন আলম বাড়ী নির্মাণের জন্য ভিত খনন করছিলেন। এসময় মাটির নিচ থেকে একটি ধুসর রঙ্গের কথিত কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ রাখার গোলাকৃতি পাঠাতন দেখতে পায়। এ ঘটনাটি থানাপুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে শুক্রবার দুপুর ১টা নাগাদ পাঠাতনটি উদ্ধার করে নিয়ে আসে।

প্রায় ৬৪ কেজি ওজনের ওই পাঠাতনের মূল্য প্রায় ২০ কোটি টাকা হবে ধারনা করে তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পাঠাতনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।