Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রাণীশংকৈলে কৃষ্ণ মূর্তি উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীশংকৈলে কৃষ্ণ মূর্তি উদ্ধার

August 19, 2023 07:44:26 PM   উপজেলা প্রতিনিধি
রাণীশংকৈলে কৃষ্ণ মূর্তি উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বনগাঁও এলাকা থেকে সাড়ে ৮ কেজি ওজনের একটি কৃষ্ণের মূর্তি  উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার (১৬আগষ্ট) দুপুরে বনগাঁও এলাকার কালুগাঁও গ্রামে কোরিয়া পুকুর খননের বালু নির্মাণাধীন রাস্তায় ট্রলিতে করে ফেলার সময় ওই কৃষ্ণের মূর্তিটি পাওয়া যায়। পরে সেটি আহসান হাবীব হাসান তার বাড়িতে নিয়ে আসেন।

আহসান হাবীব হাসান উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে।

এলাকাবাসীর দেওয়া তথ্যে ও বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানাজানি হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

পরে থানার সঙ্গীয় পুলিশ, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহাকে নিয়ে শুক্রবার বিকালের দিকে ওই মূর্তিটি আহসান হাবীব হাসানের বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

রাণীশংকৈল সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা জানান , সংবাদকর্মী ও স্হানীয়দের তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে ওই গ্রামে গিয়ে কৃষ্ণ মূর্তিটি উদ্ধার করা হয়। শুক্রবার অফিস বন্ধ থাকায় শনিবার সকালে সকল প্রক্রিয়া সম্পন্ন করে জেলা ট্রেজারিতে মূর্তিটি পাঠানো হয়েছে।