
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ২০০ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের রাঘবপুর এলাকা থেকে ঢাকা মেট্রো-ড ১১-৬৯৮৮ একটি খড় বোঝাই ট্রাকসহ তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন রানীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী।
এ সময় খড়ের গাড়িতে তল্লাশি চালিয়ে দুইশ’ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আককৃতরা হলেন, রাণীশংকৈল উপজেলার প্রয়াগপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে এনামুল হক (২৫), দিনাজপুর কোতোয়ালি থানার সুইহারি গোপালবাগ এলাকার আব্দুল জলিলের ছেলে রানা (২৮) ও দিনাজপুর উপজেলার মুরাদপুর সাতভায়া পাড়া গ্রামের মইনুলের ছেলে মোস্তফা (৩৩)।
উপ-পরিদর্শক (এসআই) এরশাদ জানান, ধানের খড় বোঝাই ট্রাকে খড়ের তারে করে ফেনসিডিল ঢুকিয়ে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় সহকারী পুলিশ সুপার রানীশংকৈল সার্কেল ও রানীশংকৈল থানার ওসি'সহ সঙ্গীয় ফোর্স সঙ্গে ছিলেন।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। আটককৃতদের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও আদালতে তোলা হবে।