Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রংপুরে হাতকড়া পরে পালিয়েছে আসামি: দুই পুলিশ কর্মকর্তা ক্লোজড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রংপুরে হাতকড়া পরে পালিয়েছে আসামি: দুই পুলিশ কর্মকর্তা ক্লোজড

February 26, 2023 03:17:42 AM   দেশজুড়ে ডেস্ক
রংপুরে হাতকড়া পরে পালিয়েছে আসামি: দুই পুলিশ কর্মকর্তা ক্লোজড

রংপুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে হাতকড়াসহ মাদক বিক্রেতা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে ওই হাতকড়া ফেরত দিতে এসে গ্রেপ্তার হন ছোট ভাই। এ ঘটনায় দুই পুলিশ অফিসারকে ক্লোজড করা হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি মোস্তাফাজার রহমান।

জানা যায়, বুধবার (২২ ফেব্রুয়ারি) মিঠাপুকুরে বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের হাতকড়াসহ সুভাষ চন্দ্র দাস নামে একজন মাদকবিক্রেতা পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একজন উপ-পুলিশ পরিদর্শক ও একজন সহকারী উপ-পুলিশ পরিদর্শক ক্লোজড করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে মির্জাপুর ইউনিয়নের তুলসীডাঙ্গা বিল এলাকায় অভিযান পরিচালনা করেন বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইউনুস আলী, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

এসময় তারা ২শ’ ৫০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ি সুভাষ চন্দ্র দাসকে (৪৫) গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সুভাষকে নিয়ে ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর এলাকার দুলু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সুযোগ বুঝে গ্রেপ্তারকৃত সুভাষ চন্দ্র দাস হাতকড়াসহ পালিয়ে যায়। বিভিন্নস্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে হাতকড়া ফেরৎ দেওয়ার জন্য সুভাষ চন্দ্র দাসের ছোটভাই সুশিল চন্দ্র দাস আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পালিয়ে যাওয়া সুভাষ চন্দ্র দাসকে গ্রেপ্তারের চেস্টা চলছে এবং গ্রেপ্তার সুশিল চন্দ্র দাসকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান।