
রৌমারী (কািড়গ্রাম) প্রতিনিধি:
স্বাধীনতার ৫২ বছর সাধনা ও জল্পনা কল্পনার পর চালু হলো রৌমারী, রাজিবপুর ও চিলমারীসহ জেলার সাথে যোগাযোগের নৌ-রুটের একমাত্র কুঞ্জ লতা নামের ফেরি সার্ভিস। ফেরি উদ্বোধনের জন্য ফলুয়ারচর ঘাটে নৌ-রুটটি নতুন সাজে সজ্জিত করা হয়েছে। উৎফল্লিত হয়েছে এলাকার মানুষ। ২০ সেপ্টেম্বর বুধবার বেলা ৪ টায় রৌমারীর ফলুয়ারচর নৌকা ঘাটে ফেরি সার্ভিসের শুভ উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি)।
চালু হওয়া কুঞ্জ লতা ফেরিতে ১শত যাত্রী বসার আসন রয়েছে। এ ছাড়া কার, মাইক্রোবাস, মিনি ট্রাক, মটর সাইকেল পারাপার করতে পারবে। ফলুয়ারচর থেকে চিলমারী ঘাটে পৌছতে লাগবে প্রায় আড়াই ঘন্টা। এ ফেরি সার্ভিসের মাধ্যমে বৃহত্তর রংপুর ও ময়মনসিংহ, ঢাকা, সিলেট চট্রগ্রামসহ বিভিন্ন জেলার সাথে যাতায়াত ব্যবস্থা সহজ হল।
স্থানীয়রা জানান, রৌমারী, রাজিবপুর ও চিলমারী অল্প সময়ে যাতায়াতে যোগাযোগ ব্যবস্থা নৌ-বন্দরের পথে ফেরি চালু হওয়ায় উত্তরাঞ্চল রংপুর বিভাগের সাথে বৃহত্তর ময়মনসিংহ, ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলার সাথে সহজে বিকল্প যাতায়াত সেতু বন্ধন তৈরী হলো। পাশাপাশি যমুনা সেতুর চাপও কমবে।
ব্রম্মপুত্র নদে ফলুয়ারচর ঘাটে রৌমারী নদী বন্দর উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে অভ্যন্তরিন নৌ পরিবহন (বিআইডব্লিউটিসি) কর্তৃক আয়োজিত রৌমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন এমপি প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সভাপতিত্বে সুধি সমাবেশ ফেরি সার্ভিস চালুর শুভ উদ্বোধনে দুই পাশের মানুষের মধ্যে খুশির আমেজ ছড়িয়ে পরেছে।
ফেরি উদ্বোধন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান জেলা পরিষদ কুড়িগ্রাম, এসএম ফেরদৌস আলম (অতিরিক্ত সচিব) ও চেয়ারম্যান বিআইডাব্লিউটিসি, কমডোর আরিফ আহমেদ মোস্তফা চেয়ারম্যান বিআইডাব্লিউটিসি, সাইদুল আরিফ জেলা প্রশাসক কুড়িগ্রাম, আল আসাদ মোঃ মাহফুজল ইসলাম পুলিশ সুপার কুড়িগ্রামসহ তিন উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানদ্বয়, উপজেলা নির্বাহী অফিসারদ্বয়, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার হাজার হাজার জনসাধারনবৃন্দ।