Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রৌমারীতে দুই হাজার পরিবারের মাঝে প্রবাসীর শাড়ী-কাপড় বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রৌমারীতে দুই হাজার পরিবারের মাঝে প্রবাসীর শাড়ী-কাপড় বিতরণ

April 14, 2023 01:44:13 AM   দেশজুড়ে ডেস্ক
রৌমারীতে দুই হাজার পরিবারের মাঝে  প্রবাসীর শাড়ী-কাপড় বিতরণ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে মরহুম শেখ আব্দুল করীমের বড় ছেলে আমেরিকা প্রবাসী শেখ জিল্লুর রহমানের এর পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারো ২ হাজার অসহায় অতিদরিদ্র  পরিবারের মাঝে ২ হাজার শাড়ী কাপড় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিকার সকাল দশটার দিকে উপজেলায় প্রতিবছরের ন্যায় এবারো সারাদিন ব্যাপী রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নে শাড়ী কাপড় বিতরন করা হয়। ইউনিয়ন গুলি হচ্ছে, ১ নং দাঁতভাঙ্গা, ২ নং শৌলমারী, ৪নং রৌমারী, ৫নং যাদুরচর, ৩নং বন্দবেড় ও ৬নং চরশৌলমারীসহ ৬টি ইউনিয়নের অতিদরিদ্র পরিবারের সদস্যের মাঝে ইদল ফিতর উপলক্ষে ঐ শাড়ী কাপর বিতরণ করা হয়েছে। ৬টি ইউনিয়নের হতদরিদ্ররা প্রবাসী জিল্লুর রহমানের দেয়া শাড়ী কাপড় পেয়ে তার জন্য দোয়া বরেন। এই অভাবের সময় জিল্লুর রহমানের সহযোগিতাকে আন্তরিকভাবে প্রসংশা করেছে উপজেলার সচেতন ব্যাক্তিবর্গরা। উপজেলার অনেক সচেতন নাগরিকরা বলেন প্রবাসী জিল্লুর রহমানের মতো অনেক পয়শার মালিক রৌমারীতে জিসাব করলে হাজারো ব্যাক্তি রয়েছে তাদের কিন্ত গরিবদের সহযোগিতা করার মতো মনমানসিকতা নেই ফলে তারা দেয়না।

এ সময় উপস্থিত ছিলেন শেখ জিল্লুর রহমানের ছোট বোন শেখ মোছা: শিল্পি বেগম, বোন জামাই মো. মিলন হোসাইন, বীরমুক্তি যোদ্ধা হরজত আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি সামসুল দোহা, লুৎফর রহমান প্রমুখ। বিতরণের সময় সহযোগীতায় ছিলেন টাপুরচর ক্লাব এর নেতৃবৃন্দসহ আরো অনেকেই।