
ইতালির রোমে ১৩-১৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড কুশু চ্যাম্পিয়নশিপের সপ্তম আসর। এই আসরে ট্র্যাডিশনাল নানচুয়ান ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশের মেজবাহ উদ্দিন। তিনি ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসেও স্বর্ণপদক জিতেছিলেন।
এই আসরে বিশ্বের ২০ দেশের ২০০ পুরুষ ও নারী খেলোয়াড় অংশ নেন।
খেলা শেষে ইতালির কুশু ফেডারেশনের সভাপতি গ্র্যান্ডমাস্টার এ্যালেসান্দ্রো কলোনিজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ আসরে বাংলাদেশ কুশু এ্যাসোসিয়েশনকে সদস্য সনদপত্র প্রদান করেন ওয়ার্ল্ড কুশু ফেডারেশনের সভাপতি গ্র্যান্ডমাস্টার স্টিভ এল মার্টিন।