Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / রায়পুরায় অবৈধ চাঁদা উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রায়পুরায় অবৈধ চাঁদা উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

March 28, 2025 11:46:59 PM   অনলাইন ডেস্ক
রায়পুরায় অবৈধ চাঁদা উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

নরসিংদীর রায়পুরায় সিএনজি চালিত ও বিদ্যুৎচালিত অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে চাঁদা উত্তোলন বন্ধের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়।

এছাড়াও ঈদযাত্রায় সড়কের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর এলাকায় নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা সিএনজি চালিত অটো স্ট্যান্ড অপসারণ করা হয়।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পান্থশালা ও শ্রীরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা। অভিযানে রায়পুরা থানার পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানের অংশ হিসেবে ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে এক দোকান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।