
নিজস্ব সংবাদদাতা:
র্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর সূত্রাপুর ও কামরাঙ্গীরচর এলাকা হতে ০৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও র্যাব-১০ এর পৃথক আরেক অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা হতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-১০।
জানা যায়, শনিবার রাজধানী ঢাকার সূত্রাপুর থানাধীন সদর ঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ স্বপন বেপারী (৫৫), মোঃ রাসেল (৪৮) ও মোঃ আল আমিন (২৩)। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি প্লাস্টিকের হাতলযুক্ত স্টীলের চাকু ও ০১টি এন্টিকাটার উদ্ধার করা হয়।
এছাড়া শুক্রবার র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন খোলামোড়া ঘাট এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাব্বির হোসেন (২১) ও মোঃ সাগর মিয়া (২২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি প্লাস্টিকের হাতলযুক্ত স্টীলের চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ সূত্রাপুর ও কামরাঙ্গীরচরসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে র্যাব-১০ এর অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা হতে ইয়াবাসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
শনিবার ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক পনের হাজার তিনশত টাকা মূল্যের ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আল আমিন (৩১), মোঃ জিসান (২২) ও মোঃ সাব্বির (১৯) ।
এরআগে শুক্রবার র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন তিন দোকান বাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক চুরানব্বই হাজার দুইশত টাকা মূল্যের ৩১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রুকু শেখ (২৭) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জ ও শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।