Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / লক্ষ্মীপুরে প্রতিবন্ধী ৫৬ শিক্ষার্থীর পাশে এমপি নয়ন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী ৫৬ শিক্ষার্থীর পাশে এমপি নয়ন

May 24, 2023 06:34:55 PM   জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরে প্রতিবন্ধী ৫৬ শিক্ষার্থীর পাশে এমপি নয়ন

লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের ৫৬ ক্ষুদে শিক্ষার্থীর পাশে সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি)। বুধবার (২৪ মে) দুপুরে স্কুলটির সভা কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এমপি নয়ন।

আলোচনা শেষে নয়ন প্রতিবন্ধী সকল শিক্ষার্থীদের জড়িয়ে ফটোসেশান করেন। এ যেনো এক দারুণ মুহুর্ত পার করলেন এমপি নয়ন। এসময় তিনি স্কুলের জন্য ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে ও নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা মো. রাজু আহম্মেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডাঃ আহাম্মদ কবীর, লক্ষ্মীপুর সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের সহ-সভাপতি মরিয়ম বেগম শিউলী, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুলের অধ্যক্ষ সাইফুল ইসলাম তফন, নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের প্রধান সমন্নয়ক জেডএম ফারুকী, সমাজ সেবক সাবরিনা ইয়াসমিন ও আতিকা খাতুন।

বক্তরা বলেন, একজন স্বাভাবিক শিশু যেভাবে অধিকার পায়,আমাদেরও উচিত ঠিক ওইভাবে প্রতিবন্ধী শিশুদের অধিকার দেওয়া। প্রতিবন্ধী শিশুরাও আমাদের সম্পদ। তাদের সঠিক শিক্ষা ও শারিরীক চর্চার মধ্যে দিয়ে সুস্থ ও স্বাভাবিক রাখা আমাদের সকলের দায়িত্ব। তাদের মেধা ও একসময় আলোকিত করবে আমাদের সমাজ ও দেশকে।

উল্লেখ্য ২০২২ সালের ১৫ই ফেব্রুয়ারি ১১ জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী নিয়ে নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের যাত্রা শুরু হয়। বর্তমানে এ স্কুলে ৬৫ জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী রয়েছে। ৫ জন শিক্ষক। লক্ষ্মীপুরে এ বিদ্যালয় ছাড়া অন্যকোন প্রতিবন্ধী স্কুল নেই।