
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে ১৬টি দল নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩। শনিবার (৪ মার্চ) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও নিমন্ত্রণে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি), জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন, রাসেল মাহমুদ মান্না, শাহজাহান কামাল, আলমগীর হোসেন, যুবলীগ নেতা ছগির আহম্মেদ ইমন পাটোয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা মো. আশরাফুল আলম, আলমগীর হোসেন আলম, ইমতিয়াজ আহমেদ শরীর, ইবনে জিসাদ আল-নাহিয়ান, রবিন খন্দকার।
উদ্বোধনী ম্যাচ খেলেন উত্তর মজুপুর ক্রিয়া চক্র ও হাসপাতাল রোড ক্রিয়া চক্র। এ ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।