
লক্ষ্মীপুর প্রতিনিধি, লক্ষ্মীপুর:
দেশের ১৬টি জেলায় একযোগে শুরু হয়েছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম। বৃহস্পতিবার বেলা ১১টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন করেন। শিক্ষিত কর্মপ্রত্যাশিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের নির্বাচিত ১৬টির মধ্যে একটি হচ্ছে লক্ষ্মীপুর।
বৃহস্প্রতিবার (২ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠিত পোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম সাল্হাউদ্দিন টিপু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জসিম উদ্দিন আহম্মেদ খান, সহকারী পরিচালক মোহাম্মদ ছাহেদুল হক, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ছালেহ উদ্দিন ও সেচ্ছাসেবী সামাজিক সংগঠন নন্দন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.রাজু আহমেদসহ প্রমুখ।
ই-লানিং এন্ড আর্নিং লিমিটেডের আয়োজনে এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম ধাপে লক্ষ্মীপুরে ২০ তরুণ-তরুণীদের মাঝে প্রশিক্ষণ দেওয়া হবে। এভাবে ৩টি ধাপে মোট ৬০ জন বিনামূল্যে এ প্রশিক্ষণ নিবে।
বক্তরা বলেন, শেখ হাসিনা সরকার স্মার্ট বাংলাদেশ নির্মাণে যুবক-যুবতিদের এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছেন। এতে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অন্য জনের কাজ করে দিয়ে টাকা আয় করবে তারা। বর্তমান সবচেয়ে বহুল আলোচিত পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং পেশা।
ফ্রিলান্সিং এর মাধ্যমে অনেকেই ঘরে বসেই লক্ষ টাকা আয় করছে শুধু মাত্র জ্ঞান ও আইটি দক্ষতা এবং ভালো মানের ইন্টারনেট কানেকশন দিয়ে দৈনিক আয় করে নিচ্ছে ডলার।