
লক্ষ্মীপুরে চলন্ত মোটরসাইকেল চাপায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ (৭৩) এমপি'র মৃত্যু হয়। বুধবার (২৩ আগস্ট) বিকেল ৩ টার দিকে জেলা শহরের ঢাকা-রায়পুর মহা-সড়ক সংলগ্ন 'আলীয়া মাদ্রাসার' সামনে এ সড়ক দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করছেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন।
মোহাম্মদ উল্লাহ সাবেক লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য। লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান,জাতীয় পার্টির লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক ও লক্ষ্মীপুর পৌরসভার (১০নং ওয়ার্ড) মজুপুর গ্রামের মৃত আক্কাস মিয়ার ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
স্বজন ও পথচারীরা জানান, (আজ) দুপুর তার নিকটতম আত্মীয় (ব্যবসায়ী) হোসেনের বাসায় দাওয়াত খেতে আলীয়া মাদ্রাসার এলাকায় যান। খাওয়া-দাওয়া শেষে মোহাম্মদ উল্লাহ পায়ে হেঁটে রাস্তা পারাপার হলে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এসময় তার মাথা থেকে প্রচুর রক্তপাত হয়। একটি থেঁতলে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আঘাত মোটরসাইকেল আরোহী পালিয়ে যান। এজন্য তার নাম-পরিচয় জানা যায়নি।
নিহত মোহাম্মদ উল্লাহ-১৯৭৬ থেকে ১৯৮১ সাল পয়র্ন্ত লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান, ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পযর্ন্ত লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও
১৯৮২ থেকে ১৯৮৯ পয়র্ন্ত জেলা জাতীয় পার্টির সভাপতি এবং ২০২৩ সালের ফেব্রুয়ারী মাস থেকে আহ্বায়ক দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ উল্লাহ ছোট ছেলে সাইফুর রহমান সজিব জানান, দীর্ঘদিন বাবা আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেননি। (আজ) হঠাৎ আজ দুপুর ২টার দিকে বাবা আমার সাথে ভিডিও কলে কথা বলছেন। এ বুঝি বাবার সাথে আমার শেষ কথা। বিদেশে থাকাকালীন বাবা ভিডিও কলে কথা বলতেন।