
লক্ষ্মীপুরে যুবলীগের একটি শান্তি সমাবেশ থেকে বিএনপিকে হুশিয়ারী সংকেত দেওয়া হয়। বুধবার (২৪ মে) বিকেলে শহরের টাউন লাইব্রেরি হলের সামনে আয়োজিত যুবলীগের শান্তি সমাবেশ থেকে এ হুশিয়ারী সংকেত বার্তা দেওয়া হয়।
জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী শেখ জামান রিপনের উদ্যোগে এ শান্তি সমাবেশ করা হয়।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা ঝন্টু দেবনাথ, ছগির হোসেন ইমন, মাকছুদুর রহমান রুবেল, মো. রিয়াজ হোসেনসহ প্রমুখ।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন- লক্ষ্মীপুর বর্তমানে শান্তিপূর্ণ আছে। মাঝেমধ্যে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জ্বালাময়ী বক্তব্য দিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে। তখন বিএনপির লোকজন মনে করে জ্বালাময়ী বক্তব্য দিয়ে ক্ষমতা আসা যায়। এতো সহজে ক্ষমতা আসা সম্ভব নয়। ক্ষমতা আসতে হলে সাধারণ মানুষের মন জয় করতে হয়। বিএনপি-জামায়াত এদেশে রাজনীতির নামে জ্বালাপোড়া ও বিশৃঙ্খলা করে। আর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করে। এজন্য সাধারণ মানুষ মনে করে শেখ হাসিনার হাতে এ দেশ থাকলে সবাই নিরাপদ। বিএনপি-জামায়াত কোথাও বিশৃঙ্খলা করলে, আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই মোকাবেলা করবো। কোনভাবেই রাজপথে মেনে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না।
শান্তি সমাবেশ শেষে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দক্ষিণ তেহমুণী ট্রাফিক চত্বর এলাকায় গিয়ে শেষ হয়।