Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

April 26, 2023 09:07:14 PM   দেশজুড়ে ডেস্ক
লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ  প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।

বুধবার ( ২৬ এপ্রিল) সকালে  উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম লক্ষ্মীপুর গ্রামের আবু ছায়েদের ছেলে।  

স্থানীয়  সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের সাবেক মেম্বার (ইউপি সদস্য)  মজিবুর  রহমান ও একই গ্রামের বর্তমান মেম্বার হিরা মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ চলে আসছে।

৩ দফায় সংঘর্ষের পর বুধবার (২৬ এপ্রিল) সকালে  উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় জহিরুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়। এছাড়াও উভয় পক্ষের আহত হয়েছে প্রায় অর্ধশত লোকজন।

সংঘর্ষের খবর পেয়ে  পুলিশ  ঘটনাস্হলে পৌঁছে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ নুনু মিয়া জানান, একজন লোক ব্রাহ্মণবাড়ীয়া জেলা হাসপাতালে মারা গেছে বলে শুনেছি । বর্তমানে লক্ষীপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।