Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৫ ইসরায়েলি সেনা নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৫ ইসরায়েলি সেনা নিহত

October 28, 2024 10:44:56 AM   অনলাইন ডেস্ক
লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৫ ইসরায়েলি সেনা নিহত

 

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে দুই কর্মকর্তাসহ পাঁচ ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় লেবাননের একটি গ্রামে সংঘটিত এ সংঘর্ষে আরও ১৪ ইসরায়েলি সেনা আহত হন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে রবিবার জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ দাবি করেছে, এ লড়াইয়ে তিন হিজবুল্লাহ যোদ্ধাও নিহত হয়েছেন। নিহত ইসরায়েলি সেনাদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত মেজর ও একজন ক্যাপ্টেন রয়েছেন।

আইডিএফ আরও জানায়, গাজার উত্তরাঞ্চলে রবিবারের সংঘর্ষে গুরুতর আহত এক সেনা পরবর্তীতে মারা যান।

৩০ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের ৩৭ জন সেনা নিহত হয়েছে। আর গত এক সপ্তাহে গাজা ও লেবাননে ইসরায়েলের ২৪ জন সেনা নিহত হওয়ার তথ্য দিয়েছে টাইমস অব ইসরায়েল।

গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পরদিন থেকেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সমর্থনে ইসরায়েলে রকেট হামলা চালাতে শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গত মাসের শেষদিকে ইসরায়েল লেবাননে তীব্র বিমান হামলা চালিয়ে হামাসের নেতৃত্বকে প্রায় ধ্বংস করে দেয়। এরপর তারা লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে।

২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালানোর পর থেকে এ পর্যন্ত ১,৬১৫ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক। সরকারি হিসাবের বাইরে আরও বহুজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।