Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / শেখ মুজিবের মাগফিরাত কামনায় দোয়া করতে চিঠি, গাসিক সচিব ওএসডি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শেখ মুজিবের মাগফিরাত কামনায় দোয়া করতে চিঠি, গাসিক সচিব ওএসডি

March 25, 2025 08:26:03 PM   অনলাইন ডেস্ক
শেখ মুজিবের মাগফিরাত কামনায় দোয়া করতে চিঠি, গাসিক সচিব ওএসডি

স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করতে পাঠানো বিতর্কিত চিঠির জেরে ওএসডি হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে।

মঙ্গলবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে

জানা গেছে, গত ২০ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে স্বাক্ষরিত এক চিঠিতে জেলার মসজিদে স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়। ওই চিঠি প্রকাশের পর সমালোচনা শুরু হয়।গাজীপুর সিটি করপোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে, ঐদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে সিটি করপোরেশনের সচিব (উপ-সচিব) নমিতা দে দাবি করেন, ‘যে চিঠি ছড়িয়েছে, তা আমার নয়। আমি যে চিঠি দিয়েছি সেখানে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ঐদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো। \এ 

ব্যাপারে যোগাযোগ করা হলে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, স্বাধীনতা দিবসের একটি চিঠিকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয় নমিতা দেকে ওএসডি করেছেন।