
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র এখন আর স্বপ্ন নয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং ডিজিটাল বাংলাদেশ পেড়িয়ে এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের দারপ্রান্তে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় আলোচনা সভায় এসব কথা বলেন, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী, নিবেদিত প্রাণ আওয়ামীলীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য মেজর (অবঃ) আতমা হালিম দুলু।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণ কেড়ে নিলেও তার আদর্শ কেড়ে নিতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধুর আদর্শ থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে পাকিস্তানিদের বৈষম্য থেকে মুক্তি দিয়েছেন। তাই বঙ্গবন্ধু আদর্শ অন্তরে ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তার সুযোগ্য কন্যা বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
স্থানীয় আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার (১৭ মার্চ) বাদ জুমআ উপজেলার বল্লভদী ইউনিয়নে মেজর (অবঃ) আতমা হালিম দুলুর নিজ এলাকায় মসজিদে দোয়া মাহফিল শেষে বাড়ির আঙিনায় শিশুদের নিয়ে কেক কাটা হয়। এরপর আলোচনা সভা শেষে অসহায় দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়। আলোচনা সভায় তিনি আরও বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নাই। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে তিনি নৌকায় ভোট চান।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান (লুলু), রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, বল্লভদী ইউনিয়ন আওয়ীলীগ নেতা জাকির হোসেন জাকু কাজী, শাখায়াত হোসেন, আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান, যুবলীগ নেতা রাসেল খাঁন প্রমুখ।