Date: May 14, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নিলামকৃত সম্পত্তির বৈধতা নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নিলামকৃত সম্পত্তির বৈধতা নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

September 11, 2023 07:25:17 PM   জেলা প্রতিনিধি
নিলামকৃত সম্পত্তির বৈধতা নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বগুড়ার শাজাহানপুরে নিলামকৃত সম্পত্তির বৈধতা নিয়ে শাজাহানপুর প্রেসক্লাব কার্যালয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর দেড়টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন শাজাহানপুর উপজেলার সাজাপুর মন্ডলপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে রুবেল সরকার।


লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, চলতি বছরের ২ মে সাজাপুর গ্রামের মৃত নাজিমউদ্দিনের ছেলে জহুরুল ইসলাম ও তার ভাই রমজান আলীর নিকট থেকে সাজাপুর মৌজার সাবেক ৩৯৮৫ দাগে ৭ শতক জমির কাতে ৩ শতক জমি ক্রয় করেন এবং দখলভোগ করে আসছিলেন। একপর্যায়ে গত ২ আগষ্ট উক্ত সম্পত্তি বগুড়া অর্থঋণ আদালতের মাধ্যমে নিলাম ক্রয়কারী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গড়বিশুদিয়া গ্রামের ইছামদ্দিনের ছেলে মো. কামালকে দখল বুঝে দেওয়া হয়। এমতাবস্থায় তিনি নিলামের কারণ খুঁজতে থাকেন এবং সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেন।

তিনি অভিযোগ করেন জহুরুল ইসলাম ও রমজান আলীর অপর ভাই নসিরুল ইসলাম বাবলুর কোন মালিকানা না থাকা সত্বেও ভূঁয়া ঘরোয়া বণ্টননামা তৈরি করে এবং জালিয়াতি করা কাগজপত্র দিয়ে রুবেল সরকারের দাবিকৃত ৩ শতকসহ মোট ৭৭ শতক জমি ২০০৮ সালের ৪ ডিসেম্ব বন্ধক রেখে অগ্রণী ব্যাংক লি. বগুড়া সেনা নিবাস শাখা থেকে ঋণ উত্তোলন করে।

বন্ধক রাখার আগেই উক্ত সম্পত্তি ২০০৮ সালের ৩০ নভেম্বর তারিখে মৃত নাজিমউদ্দিনের মেয়েরা তার ভাই জহুরুল ইসলামের নিকট দলিল করে দেয়। আবার ব্যাংকে বন্ধক রাখার আগেই উক্ত সম্পত্তি থেকে ২৪ শতক সম্পত্তি উপজেলা পরিষদের ভবন নির্মাণের জন্য সরকার কর্তৃক অধিগ্রহণ করা হয়। ফলে জালিয়াতি কাগজে বন্ধকী এবং তৎপরবর্তী নিলামে ক্রয়-বিক্রয় সঠিক না হওয়ায় রুবেল সরকার ক্রয়কৃত সম্পত্তি থেকে বঞ্চিত হতে চলেছেন। তাই তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

অপরদিকে বিকাল ৪টায় শাজাহানপুর প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিলাম ক্রয়কারি মো. কামাল।তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, অগ্রণী ব্যাংক বগুড়া ক্যাণ্টমেণ্ট শাখা কর্তৃক ১৮৩/১৭ অর্থ ডিং মোকদ্দমা এর নিলামকৃত ৭৭ শতক সম্পত্তির তিনি বৈধ মালিক। উক্ত বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই প্রতিপক্ষ রুবেল সরকার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, ঘরোয়া আপোষ বন্টনমূলে সাজাপুর গ্রামের মৃত নাজিমদ্দিনের ছেলে নাসিরুল ইসলাম বাবলু সাবেক ৩৯৮৫ দাগের ৭ শতকসহ মোট ৭৭ শতক সম্পত্তি অগ্রণী ব্যাংক বগুড়া ক্যান্টনমেণ্ট শাখায় বন্ধক রেখে মেসার্স জুভিনাইল হ্যান্ডিক্রাফ্টস্ এর নামে ঋণ গ্রহণ করেন। সময়মতো ঋণ পরিশোধ না করায় বিধি মোতাবেক অর্থঋণ আদালতে মামলা করেন ব্যাংক কর্তৃপক্ষ। মামলার যাবতীয় প্রক্রিয়া শেষে জাতীয় পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং চলতি বছরের ১৯ মার্চ তরিখে নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে উক্ত ৭৭ শতক সম্পত্তি ক্রয় করেন মো. কামাল।

তিনি আরও বলেন, রুবেল সরকার জহুরুল ইসলামের নিকট থেকে সম্পত্তি কিনেছেন। অথচ জহুরুল ইসলাম পারিবারিক বণ্টনমূলে প্রাপ্ত ৮৫ শতক সম্পত্তি অনেক আগেই অগ্রণী ব্যাংক মাঝিড়া শাখায় বন্ধক রেখে নি:স্বস্তবান হয়েছেন বিধায় রুবেল সরকারের ক্রয়কৃত সম্পত্তির কোন বৈধতা নাই।

তাই রুবেল সরকারের উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনে বিভ্রান্ত না হতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।