
বগুড়া প্রতিনিধি:
পবিত্র জুম্মার নামাজের মধ্য দিয়ে শুক্রবার বগুড়ার শাজাহানপুরে লিচুতলা জান্নাতুল মাওয়া জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক শহীদ-উন-নবী সালাম, খায়রুল বাশার, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আআলহাজ্ব আল মামুন আকন্দ।
অন্যান্যের মধ্যে অংশ নেন ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল ইসলাম সায়েদ, সেক্রেটারী শফিকুল ইসলাম শফিক, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু হাসান, উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক শহিদুল ইসলাম জুয়েল, হোসেন আলীসহ স্থানীয় মুসল্লী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।