
বগুড়া সংবাদদাতা:
বগুড়ার শাজাহানপুরে উপজেলা পর্যায়ে ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার বিকেলে (১১ মার্চ) ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নুসহ অন্যান্যরা।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শানজিদা মুস্তারী’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, একাডেমি সুপারভাইজার আমিনুল ইসলাম, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, উপজেলা স্কাউট সম্পাদক আব্দুল হালিম দুদু, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকী, আমরুল ইউনিয়ন আওয়ামী সভাপতি ছানাউল হক ছানা, সাধারণ সম্পাদক মোমিনুল হক মুক্তা, সহ সভাপতি নিত্যনন্দ দাস, প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারিরীক শিক্ষকবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও শতশত জনসাধারণ উপস্থিত ছিলেন।
উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ফুটবল বালক গ্রুপে বেজোড়া উচ্চ বিদ্যালয় ও ফুটবল বালিকা গ্রুপে নগর বালিকা উচ্চ বিদ্যালয়, হ্যান্ডবল বালক গ্রুপে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং হ্যান্ডবল বালিকা গ্রুপে ক্যান্টনমেণ্ট বোর্ড হাই স্কুল, কাবাডি বালক ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় ও কাবাডি বালিকা গ্রুপে নগর বালিকা উচ্চ বিদ্যালয়।