
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরের বরমী এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দখলদারিত্ব, চাঁদাবাজী, সন্ত্রাসী কার্যকলাপ এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকির প্রতিবাদে এক যুবলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসী। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার বরমী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরমী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদদের হত্যা মামলার অন্যতম আসামি শরিফ মৃর্ধার নানা অপকর্মের বিরুদ্ধে ভুক্তভোগী ব্যবসায়ীরা ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগী ব্যবসায়ী সেলিম ফকির বলেন, “শরিফ মৃর্ধা আওয়ামী লীগের আমলে আমার দোকানে হামলা চালিয়ে আমাকে মারধর করে দোকানে ভাঙচুর ও লুটপাট করেছে। পরে দোকানঘরটি জোরপূর্বক ভেঙে নিয়ে যায়।”
বরমী কায়েতপাড়া এলাকার মৃত হাসমত আলীর ছেলে ব্যবসায়ী এমদাদুল হক প্রধান বলেন, “যুবলীগ নেতা শরিফ মৃর্ধা আমাকে কুপিয়ে মারাত্মক জখম করে আমার কাছ থেকে জোরপূর্বক ২ লাখ টাকা চাঁদা নিয়েছে।”
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আকন্দ বলেন, “জোরপূর্বক বালুর গতির জমি দখল করে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে শরিফ মৃর্ধা। এতে সরকার বিপুল সংখ্যক রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, “শরিফ মৃর্ধা বরমী বাজারের সরকারি পেরিফেরি ভুক্ত জমি দখল করে এবং হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছে।”
মানববন্ধনে বক্তারা অবিলম্বে শরিফ মৃর্ধাকে গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, শরিফ মৃর্ধার এসব অপকর্মের প্রতিবাদ করায় প্রশাসনের এক কর্মকর্তাকে দিয়ে এলাকাবাসীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেওয়া হচ্ছে।