
বগুড়ার শিবগঞ্জের জামুরহাট আশ্রয়ন প্রকল্পে ঘর ক্রয়-বিক্রয় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, আশ্রয়ণ প্রকল্পের ঘরে এক সচ্ছল ব্যক্তি মাত্র ৬০ হাজার টাকায় ক্রয়-বিক্রয় নিষিদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারকৃত ঘর ক্রয় করে দিব্যি ব্যবসা করছেন। অভিযুক্ত ব্যক্তি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাট সরকারপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র আজিজুল হক। তিনি ঘরটি ক্রয় করে ইতিমধ্যে তার ব্যবসার কাজে ব্যবহারের জন্য পাওয়ার ট্রিলার রাখছেন।
এ বিষয়ে আজিজুলের সঙ্গে কথা হলে তিনি জানান, এই ঘরের মালিক তুলন বিবির কাছে থেকে ষাট হাজার টাকায় ক্রয় করেছি। এটা অপরাধ হবে কেন?
এ বিষয়ে ২৬ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এর সাথে কথা হলে তিনি জানান, সরকারি ঘর ক্রয় বিক্রয়ের কোন সুযোগ নেই। বিষয়টি জানা ছিল না আপনার (প্রতিবেদক) মাধ্যমে জানলাম, অবশ্যই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।