
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগে সদ্য পদায়নকৃত সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার হাসপাতালের প্রধান গেটে এক প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থী ও কর্মচারীরা এ ঘোষণা দেন।
প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, “জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের স্বাচিপের কার্যকরী সদস্য ডা. আশরাফুল হক ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছেন। তিনি স্বৈরাচারী সরকারের সহযোগী হিসেবে কাজ করেছেন। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মেনে নেওয়া হবে না। তার পদায়ন বাতিল না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
এ বিষয়ে ডা. আশরাফুল হক জানান, “গত ১৩ ফেব্রুয়ারি আমাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি যোগদান করার কথা রয়েছে। সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসকরা আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে কি না, তা জানি না। বিষয়টি কর্তৃপক্ষকে জানাবো এবং তারা যে সিদ্ধান্ত দেবে সেটিই চূড়ান্ত হবে।”